Highlightদেশ

গান্ধীজীর ৭৪তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিডিএন বাংলা ডেস্ক : দিল্লির বিড়লা হাউসে ১৯৪৮ সালে আজকের দিনেই মহাত্মাকে গুলি করেন নাথুরাম গডসে। ঘটনাস্থলেই প্রাণ হারান মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর থেকেই প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আজ মহাত্মা গান্ধীর ৭৪ তম প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে ‘শহিদ দিবস’। প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, “পুণ্যতিথিতে বাপুকে স্মরণ করছি। তাঁর মহৎ আদর্শকে আরও জনপ্রিয় করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা জারি রয়েছে। আজ, শহিদ দিবসে সেই সমস্ত মহানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাঁরা সাহসের সঙ্গে আমাদের দেশকে রক্ষা করেছেন। তাঁদের সেবা ও সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

প্রধানমন্ত্রী মোদীর মাসিক রেডিও প্রোগ্রামে “মন কি বাত” ৮৫ তম পর্বটি আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে (শহীদ দিবস) প্রণাম জানাবেন।

Related Articles

Back to top button
error: