HighlightNewsদেশ

উত্তর প্রদেশ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর হিন্দু হওয়ার প্রতিযোগিতা করছে বিজেপি ও সপা : ওয়াইসি

টিডিএন বাংলা ডেস্ক : ‎উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করে মিম সুপ্রিমো প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শনিবার বলেন, দুই দলের মধ্যে বৃহত্তর হিন্দু হওয়ার প্রতিযোগিতায় রয়েছে।‎

‎সংবাদসংস্থা এএনআই-কে ওয়াইসি বলেন, ‘এটা সামাজিক ন্যায়বিচারের বিষয় নয়। যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদবের মধ্যে কে বেশি হিন্দু তা নিয়ে লড়াই চলছে। দুজনেই বৃহত্তর হিন্দু হওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। একজন যদি মন্দিরের কথা বলে, অন্যজন অন্য মন্দিরের কথা বলে।‎

‎তাঁর জোট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এআইএমআইএম প্রধান বলেন, “ভাগিদারী সংকল্প মোর্চার অধীনে সমস্ত দল সিদ্ধান্ত নিয়েছে যে বাবু সিং কুশওয়াহা আমাদের আহ্বায়ক হবেন। আমরা যদি জয়ী হই, তাহলে তিনি প্রথম ২.৫ বছর আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন এবং বাকি ২.৫ বছর আমাদের দলিত মুখ্যমন্ত্রী থাকবে।‎

‎ওয়াইসি বলেন, ভাগিদারী সংকল্প মোর্চা ক্ষমতায় এলে তিন জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। তিন উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন মুসলিম সম্প্রদায়ের এবং অন্যজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের।‎

‎আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ৪০৩টি আসনের মধ্যে এআইএমআইএম প্রায় ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।‎

‎উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১০ ই ফেব্রুয়ারি থেকে সাত দফায় অনুষ্ঠিত হবে। ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ উত্তরপ্রদেশে ভোট হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।‎

Related Articles

Back to top button
error: