HighlightNewsখেলাদেশ

কুস্তিগিরদের ধর্নায় সমর্থন না করায় কোহলি-রোহিতদের সমালোচনা আন্দোলনকারীদের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন কুস্তিগিররা। বহু ক্রীড়াবিদ এই আন্দোলনের প্রতি সমর্থন করলেও এখনও পর্যন্ত কোহলি-রোহিতদের মত প্রথম সারির কোনো ক্রিকেটারকে তাদের পাশে থাকার বার্তা দিতে দেখা যায়নি। আর তাদের এই নিরাবতা নিয়ে প্রশ্ন তুললেন আন্দোলনকারী কুস্তিগিররা।

কুস্তিগির বিনেশ ফোগাট ক্রিকেটারদের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “গোটা দেশ ক্রিকেটকে ধর্ম মনে করে। অথচ এক জন ক্রিকেটারও মুখ খুললেন না। আমরা বলছি না যে, আমাদের সমর্থনেই বক্তব্য রাখতে হবে। কিন্তু কোনও নিরপেক্ষ বার্তা তো দিতে পারতেন কেউ। ন্যায়বিচারের পক্ষে তো কিছু বলতে পারতেন। এটাই আমাকে সব থেকে কষ্ট দিচ্ছে। ক্রিকেটার, ব্যাডমিন্টন খেলোয়াড়, অ্যাথলিট, বক্সার— সকলের সঙ্গেই এমন ঘটনা ঘটতে পারে।” এরপরই তিনি বলেন, “ওঁদের যথেষ্ট সাহস নেই। জানি না তাঁরা কোনও কারণে ভয় পাচ্ছেন কি না। হয়তো তাঁরা ভাবছেন, মুখ খুললে স্পনসরশিপ হারাতে হতে পারে। তাঁদের বিজ্ঞাপনের বাজারে প্রভাব পড়তে পারে। হয়তো সেই ভয় থেকেই তাঁরা অন্য অ্যাথলিটদের সঙ্গে গলা মেলাতে ভয় পাচ্ছেন।”


এরপরই বিনেশ আক্ষেপ করে বলেন, “আমেরিকায় যখন ব্ল্যাক লাইভস ম্যাটার্স আন্দোলন শুরু হয়েছিল, তখন বিশ্বের বড় বড় ক্রীড়া ব্যক্তিত্বরা মুখ খুলেছিলেন। আমাদের দেশে বড় মাপের ক্রীড়াবিদ নেই এমন নয়। তাঁদের অধিকাংশই ক্রিকেটার। সে সময় তাঁরা অনেকেই সমর্থন করেছিলেন। অথচ এখন সকলে চুপ! আমরা কি এটুকুর যোগ্যও নই?”

Related Articles

Back to top button
error: