HighlightNewsদেশ

আদানি মামলায় ইডি অফিসের উদ্দেশ্যে পদযাত্রা বিরোধীদের

টিডিএন বাংলা ডেস্ক: এবার আদানি মামলা নিয়ে ইডি অফিসের উদ্দেশ্যে পদযাত্রা করলেন বিরোধীরা। যদিও, বিজয় চকেই বিরোধী নেতাদের বাধা দেয় পুলিশ। পুলিশ জানায়, ১৪৪ ধারা প্রযোজ্য তাই আপনি যেতে পারবেন না।

প্রসঙ্গত, সংসদ অধিবেশনের তৃতীয় দিনে অর্থাৎ, বুধবার প্রবল হট্টগোলের পর লোকসভা-রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধী দলের নেতারা আদানি মামলার তদন্তের জন্য একটি জেপিসি দাবিতে অনড় থাকলেও, বিজেপি সাংসদরা লন্ডনে দেওয়া বিবৃতির জন্য রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকেন।
উল্লেখ্য, এদিন সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বিরোধী দলের ১৬ জন নেতা বৈঠক করেন। রাহুল গান্ধী আজ বিদেশ থেকে ফিরে আদানি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আরও একবার নিশানা করলেন। এখানে, অধিবেশন স্থগিত হওয়ার সাথে সাথেই বিরোধী নেতারা ইডি অফিসে বিক্ষোভ করতে রওনা হন, যদিও পুলিশ তাদের বাধা দেয়।

Related Articles

Back to top button
error: