রাজ্য

দিল্লীর কৃষক আন্দোলনের ঢেউ, নদীয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নদীয়া: দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ আছড়ে পড়লো বাংলায়। থেমে নেই জেলাও। নদীয়ার রানাঘাটে ২নং ব্লকের ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলো জেলা কৃষক সংগঠনগুলি। শুক্রবার সকাল দশ’টা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং এগারো’টা থেকে ১২’টা পর্যন্ত পথ অবরোধ চলে। সবশেষে প্রধানমন্ত্রী’র কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নদিয়ার ২৪ টি জায়গায় এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল বলেক খবর।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীতে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনকে সংহতি জানিয়ে নদিয়া জেলা কৃষক সংগঠনের পক্ষ থেকে রানাঘাট ২ নং ব্লকের ৩৪ নং জাতীয় সড়ক ঘাটিগাছা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হল শুক্রবার।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক রমা বিশ্বাস, কৃষক ক্ষেত মজুর ও ক্ষেত মজুর এর পক্ষে অরুণ সিং, কৃষকসভার জেলা সভাপতি চঞ্চল কর, গৌতম বিশ্বাস, শ্যামল বিশ্বাস প্রমুখ।

কর্মসূচি নিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক রমা বিশ্বাস জানিয়েছেন, “কৃষি – আইন বাতিল করতে হবে। সবাই তো আর দিল্লিতে যেতে পারবে না। ভারতবর্ষের সত্তর ভাগ জনসাধারণ কৃষিকাজের সঙ্গে সম্পর্কযুক্ত। এই আইনের ফলে ক্ষতিগ্রস্থ হবে শুধু কৃষকরা নয়, তার সঙ্গে আমাদের খাদ্য-নিরাপত্তা, দেশের স্বনির্ভরতা। তারমানে, সরকারের কর্মচারী হয়ে কাজ করছে, তাদেরও দায় নেবে না সরকার।
কৃষক ফসলের দাম পাবে না। এটা সামগ্রিক ভাবে সকলের ক্ষতি। দিল্লিতে আইন পালটানোর জন্য অনেক দিন থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে, সরকার তাতে কোনও কর্নপাত করছে না। আমার জায়গায় আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই আন্দোলনকে সমর্থন করতে হবে। কৃষকের এই আন্দোলনের পক্ষেই রয়েছি আমরা।”

Related Articles

Back to top button
error: