HighlightNewsরাজ্য

বিজেপি বিধায়কদের সাসপেনড করার প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

টিডিএন বাংলা ডেস্ক : গতকাল বিধানসভায় নিয়ম ভঙ্গের অভিযোগে বিধানসভার অধ্যক্ষ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গাকে সাসপেনড করেন। এরই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে উত্তর কলকাতার সেন্ট্রাল ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এই সাসপেনশনের ঘটনাকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

এই কর্মসূচির শুরুতেই নিউমার্কেট থানার ওসির সঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যত এক প্রকার বচসায় জড়িয়ে পড়েন। সেটা কে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে তাদের ওই স্থানে এই প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে জেলা সভাপতি ও প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, ৫০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সজল ঘোষ সহ সকলেই তাদের নিজস্ব বক্তব্য রাখেন। রামপুরহাট থেকে বসিরহাটের ১১ বছর বাচ্চার ধর্ষণের কথা তুলে ধরে পশ্চিমবঙ্গে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি ওঠে এই কর্মসূচি থেকে। পরে এই মিছিল পৌঁছায় সেন্ট্রাল ডিসি অফিসে। সেখানে গিয়ে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয় ডিসি অফিসে।

একইসঙ্গে তারা ডিসি অফিসের সামনে অর্থাৎ এস এন ব্যানার্জি রোড অবরোধ শুরু করে। তারা দাবী করেন, রামপুরহাট গনহত্যার মূল অনুব্রত মণ্ডল। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।

Related Articles

Back to top button
error: