HighlightNewsদেশ

সারিস্কা ব্যাঘ্র প্রকল্পে ভয়াবহ আগুন, সাহায্যের জন্য এগিয়ে এলো এমআই ১৭

টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের আলওয়ার জেলার সারিস্কা ব্যাঘ্র প্রকল্পে রবিবার বিকেলবেলা ভয়াবহ আগুন লেগে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আগুন নেভাতে কতৃপক্ষকে সেনাবাহিনীর সাহায্য চাইতে হয়। সোমবার ওই আগুন ব্যাঘ্র প্রকল্পের আরো ভেতরে ছড়িয়ে পড়ে। রবিবার বিকেল থেকে লাগা এই আগুন মঙ্গলবারও নিয়ন্ত্রণে আসেনা। জেলার বন আধিকারিক সুদর্শন শর্মা এদিন জানিয়েছেন, আগুন হাতের বাইরে বেরিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়।
এই ঘটনার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে ভারতীয় বিমানবাহিনী। একজন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, আলওয়ার জেলা প্রশাসনের অনুরোধে ভারতীয় বিমানবাহিনী বাম্বি বাকেট অপ্সের জন্য দুটি এম আই ১৭ ভি ৫ হেলিকপ্টার মোতায়েন করেছে। অন্যদিকে, আলওয়ার জেলার বন আধিকারিক সুদর্শন শর্মা জানিয়েছেন, আগুন প্রায় ১০ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য সমস্ত রকম প্রচেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, এই ভয়াবহ আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঘ্র প্রকল্পের উচ্চতম এলাকাটি। যার ফলে আগুন নেভানোর কোন সরঞ্জাম সেখানে নিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। বর্তমানে আগুন নেভানোর জন্য ম্যানুয়ালি এবং চপার থেকে জল ছিটিয়ে দু’ভাবেই প্রচেষ্টা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: