HighlightNewsআন্তর্জাতিকবিনোদন

অস্কার মঞ্চে সঞ্চালককে চড়! প্রকাশ্যে ক্ষমা চাইলেন অস্কারজয়ী উইল স্মিথ!

টিডিএন বাংলা ডেস্ক : রবিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছিল ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ড। অস্কার মঞ্চে উঠে সকলের সামনেই সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রকের গালে সপাটে চড় মারলেন এবার সেরা অভিনেতার পুরস্কার পাওয়া অস্কারজয়ী উইল স্মিথ! অস্কার মঞ্চে উইল স্মিথের এহেন তুলকালাম কাণ্ডে হতবাক সকলেই! যদিও সেই ঘটনাকে ভুল বলে স্বীকারও করে নিয়েছেন উইল স্মিথ। একইসঙ্গে তিনি এই ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন। উইল স্মিথের এটাই কেরিয়ারের প্রথম অস্কার। জীবনের এত আনন্দের দিনেও কুখ্যাত হয়ে গেলেন উইল স্মিথ। অস্কারের ইতিহাসে যা প্রথম। তবে নিজের ভুল বুঝতে পেরেই কমেডিয়ান ক্রিস রক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা।

অস্কার মঞ্চে হওয়া ঘটনা নিয়ে গত একদিন যাবত্‍ সোশ্যাল মিডিয়ায় হয়েছে নানান চর্চা। অনেকেই উইল স্মিথের এমন আচরণকে আপেক্ষিক ভাবে সমর্থন করলেও গায়ে হাত তোলা তাঁর ঠিক হয়নি বলেই জানিয়েছেন। এরপরই ক্ষমা চেয়ে উইল লেখেন, ‘আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি জানি ভুল করেছি। আমার কাজের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।’ তিনি আরও লিখেছেন, ‘হিংসা মাত্রই ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতূক আমাদের পেশার অংশ। কিন্তু জাডার শারীরিক পরিস্থিতি নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। আমি আবেগপ্রবণ হয়ে যে প্রতিক্রিয়া দিয়েছি, তা ঠিক হয়নি।’

উইল স্মিথ আরও লিখেছেন, ‘আমার এই ব্যবহার বিশ্বজুড়ে যাঁরা দেখেছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি। অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজন এবং সমস্ত অংশগ্রহণকারীর কাছে আমি ক্ষমাপ্রার্থী। উইলিয়ামস পরিবার এভং কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ স্বীকার করছি। অস্কারের মতো আলোকজ্জ্বল মঞ্চে আমার এরকম আচরণ একটি দাগ ফেলে দিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।’ জানা গিয়েছে অস্কার মঞ্চে কমেডিয়ান-অভিনেতা ক্রিস রক উইল স্মিথের স্ত্রীকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা পছন্দ হয়নি উইলের।

Related Articles

Back to top button
error: