HighlightNewsদেশ

জেডিইউয়ের রাজ্য সম্পাদককে বাড়ির বাইরে গুলি করে খুন!

টিডিএন বাংলা ডেস্ক: জেডিইউয়ের রাজ্য সম্পাদক দীপক মেহেতাকে (৪৭) তাঁর বাড়ির সামনেই গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা দুটি মোটর বাইকে করে আসে এবং মোট ১০ রাউন্ড গুলি চালায় দীপক মেহেতাকে লক্ষ্য করে। দীপক মেহেতা শুধুমাত্র জেডিইউ-এর রাজ্য সম্পাদক ছিলেন না তিনি দানাপুর নগর পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন।
পুলিশ সূত্রে খবর, পাটনা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে দানাপুরে তাঁর পৈতৃক বাড়ির বাইরেই দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে তাঁকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান রাজনৈতিক এবং ব্যবসায়িক শত্রুতার কারণে করা হয়েছে এই খুন। দানাপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,”আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি খালি কার্তুজ পেয়েছি। এই ঘটনায় অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। আরো তদন্ত চলছে।”
জানা গিয়েছে, রাত প্রায় ১০:১৫ নাগাদ যখন দীপক মেহেতা তার বাড়ির বাইরে হাঁটতে বেরিয়ে ছিলেন সেই সময়ই এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাত্রে তিনি একটি বালির ভ্যান ভেতরে আনার জন্য গেট খুলে দিতেই দুষ্কৃতীরা দুটি মোটর বাইকে করে এসে খুব কাছাকাছি দূরত্ব থেকে মোট ১০ রাউন্ড গুলি চালিয়ে আক্রমণ করে। এরপর তড়িঘড়ি তাকে পাটনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দীপক মেহতা খুনের এই ঘটনা ঘটার পর তাঁর সর্মথকরা পাটনা-দানাপুর রোডে দু’ঘণ্টা ধরে ট্রাফিক বন্ধ করে বিক্ষোভ দেখান।
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রার্থী হিসেবে আরজেডি প্রার্থী রিতা লাল যাদবের বিরুদ্ধে নির্বাচনের ময়দানে নামেন দীপক মেহতা। যদিও ওই নির্বাচনে জিততে পারেননি তিনি। তবে পরবর্তীকালে তাঁর দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি জেডিইউ-এর সঙ্গে জোট বাঁধে।

Related Articles

Back to top button
error: