HighlightNewsদেশ

কোভিড পজিটিভ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, স্থগিত হলো ভারত সফর

টিডিএন বাংলা ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ভারত সফর স্থগিত করা হয়েছে। ভারতে ইসরায়েলের দূতাবাসের মুখপাত্র মহম্মদ হেইব এদিন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ আবার করে ঠিক করা হবে। তিনি আরো জানিয়েছেন, নাফতালি বেনেটের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
এর আগে, গতবছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নাফতালি বেনেট প্রথম ভারত সফরের কথা ঘোষণা করেছিলেন। আগামী মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে ভারত সফর করার কথা ছিল বেনেটের। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এপ্রিল মাসের এই সফর সম্পর্কে বিদেশমন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছিল। ওই বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৩ থেকে ৫ এপ্রিল ভারত সফরের পরিকল্পনা করেছেন। এর আগে, গত বছর নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছিলেন নাফতালি বেনেট। ২০২১ সালের ১৬ আগস্ট তাঁদের মধ্যে টেলিফোনিক কথপোকথনও হয়।

Related Articles

Back to top button
error: