রাজ্য

ওয়েলফেয়ার পার্টির ৬ প্রার্থী তালিকা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে ওয়েলফেয়ার পার্টি। রাজ্য ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিকে পাঠিয়েছে দলটি। এরপর পার্লামেন্টারি বোর্ডের মিটিং বসে। জানা গেছে, বোর্ডের মিটিং এর পরেই ৬টি কেন্দ্রের প্রার্থী তালিকার নাম ঘোষণা করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। কুচবিহারের দিনহাটায় প্রার্থী সমাজ কর্মী ও দলের অন্যতম মুখ ধনঞ্জয় বর্মন, মালদার রতুয়াতে লড়বেন দলটির ছাত্র যুব সংগঠনের রাজ্য সভাপতি ও শিক্ষক আরাফাত আলী। তিনি ২০১৬ সালে এই কেন্দ্র থেকে লড়াই করে চমক দিয়েছিলেন। মুর্শিদাবাদের সুতিতে ফের প্রার্থী করা হয়েছে মাহফুজুর রহমানকে। তিনি একদিকে শিক্ষক অন্যদিকে বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে যুক্ত। সেই সঙ্গে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি। রঘুনাথগঞ্জ আসনে প্রার্থী হচ্ছেন বহু গ্রন্থের লেখক ও এলাকার জনপ্রিয় সমাজকর্মী এম.এ.হান্নান। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় প্রার্থী করা হয়েছে এডভোকেট রফিকুল ইসলামকে। ২০১৬ সালে তিনি এই কেন্দ্র থেকেই ভোটে লড়েছিলেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণার বজবজে প্রার্থী করা হয়েছে দলটির রাজ্য যুব নেতা মন্টুরাম হালদাকে। ২০১৪ সালে তিনি ওয়েলফেয়ার পার্টির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ভালো ফল করেছিলেন।
স্থানীয় ভূমিপুত্র ও পরিচিত মুখদেরকে প্রার্থী করে রাজনৈতিক লড়াইয়ে নেমেছে মূল্যবোধ ভিত্তিক এই দলটি।
ওয়েলফেয়ার পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক থেকে ৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো ভাঙড়,মগ্রাহাট পশ্চিম, কুলপি,হাড়োয়া,আমডাঙ্গা, উলুবেড়িয়া পূর্ব,বসিরহাট উত্তর,রাজারহাট নিউটাউন সহ রাজ্যের বাকি একাধিক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেনি।

Related Articles

Back to top button
error: