রাজ্য

করোনা আবহে পুজো উপহার, বাংলা পেল ৩২ জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের অনুমতি দিল ভারতীয় রেল। তার মধ্যে বাংলা পেয়েছে ৩২ জোড়া ট্রেন।

কোন কোন ট্রেন চলবে বাংলায়, দেখে নেওয়া যাক –

১) শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।

২) হাওড়া-জম্মু-তাওয়াই (প্রতিদিন)।

৩) হাওড়া-রাজেন্দ্রনগর টার্মিনাল (দানাপুর) (প্রতিদিন)।

৪) শিয়ালদহ-জয়নগর (প্রতিদিন)।

৫) হাওড়া-রক্সৌল জংশন (প্রতিদিন)।

৬) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন)।

৭) কলকাতা-গোরখপুর (সপ্তাহে চারদিন)।

৮) হাওড়া-কাঠগোদাম (প্রতিদিন)।

৯) আজমেঢ়-শিয়ালদহ (প্রতিদিন)।

১০) উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।

১১) বিকানির জংশন-কলকাতা (প্রতিদিন)।

১২) পুরী-হাওড়া (প্রতিদিন)।

১৩) সম্বলপুর-হাওড়া (সাপ্তাহিক)।

১৪) গুয়াহাটি-কলকাতা (সপ্তাহে তিনদিন)।

১৫) রাজেন্দ্রনগর টার্মিনাল-হাওড়া (প্রতিদিন)।

১৬) লোকমান্য তিলক টার্মিনাল-হাওড়া (সপ্তাহে দু’দিন)।

১৭) সাঁতরাগাছি-পুদুচেরি (সাপ্তাহিক)।

১৮) হাওড়া-এর্নাকুলাম (সাপ্তাহিক)।

১৯) সাঁতরাগাছি-পুণে (সাপ্তাহিক)।

২০) সাঁতরাগাছি-পুরী (সাপ্তাহিক)।

২১) হাওড়া-দিঘা (প্রতিদিন)।

২২) রাঁচি-হাওড়া (প্রতিদিন)।

২৩) সাঁতরাগাছি-চেন্নাই (দ্বি-সাপ্তাহিক)।

২৪) টাটানগর-হাওড়া (প্রতিদিন)।

২৫) হাওড়া-পুরী (প্রতিদিন)।

২৬) শালিমার-গোরখপুর (নির্দিষ্ট দিনে)।

২৭) কন্যাকুমারী-হাওড়া (সাপ্তাহিক)।

২৮) গোরখপুর-কলকাতা (সপ্তাহে চারদিন বা দ্বি-সাপ্তাহিক)।

২৯) হাওড়া-যশবন্তপুর (প্রতিদিন)।

৩০) ওখা-হাওড়া (সাপ্তাহিক)।

৩১) পোরবন্দর-হাওড়া (দ্বি-সাপ্তাহিক)।

৩২) ত্রিবান্দম-শালিমার (দ্বি-সাপ্তাহিক)।

৩৩) গোরখপুর-শালিমার (সাপ্তাহিক)।

Related Articles

Back to top button
error: