নির্বাচনের কথা ভুলে ফের বিদেশে রাহুল

ছবিঃ সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশসহ ৫ রাজ্যের ভোট যথাসময়েই হবে। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপির প্রধান দুই হেভিওয়েট। এই অবস্থায় ফের বিদেশ সফরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। ফিরবেন নতুন বছরে।

দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানান, “রাহুল ব্যক্তিগত কারণে ছোটোখাটো বিদেশ সফরে গিয়েছেন। তাকে নিয়ে বিজেপি ও তাদের বন্ধু মিডিয়া অকারণে গুজব রটাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত।” তবে রাহুল কোন দেশ, কবে ফিরবেন তা স্পষ্ট করা হয়নি কংগ্রেসের তরফে।

রাহুলের বিদেশ সফর নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। এবারও তার ব্যতিক্রম নয়। বিজেপির কটাক্ষ, গুরুত্বপূর্ণ ভোটের আগে দলের কর্মীদের ফেলে রেখে ‘পালিয়েছেন’ রাহুল। ওয়ানাড়ের সাংসদের হঠাৎ বিদেশ সফরে অস্বস্তিতে দল। কারণ ৩ তারিখ পাঞ্জাবে জনসভা করার কথা ছিল রাহুলের। কিন্তু এখন যা খবর, তাতে রাহুলের জনসভা সম্ভবত পিছিয়ে যেতে পারে। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবে প্রথম জনসভা করবেন। অর্থাৎ মোদির জনসভার আগেই রাহুলের জনসভার সুযোগ ছিল। যদিও সেই সুযোগ হারালেন সোনিয়া তনয়।