HighlightNewsদেশ

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী; দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুরে নিজেই টুইট করে এই খবর জানান তিনি। দুপুর তিনটে নাগাদ টুইটারে রাহুল গান্ধী এসম্পর্কে লেখেন,”গত কয়েকদিন ধরে সামান্য উপসর্গ অনুভব করার পর আমি এই মাত্র জানলাম, কোভিড পজিটিভ হয়েছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবরকম সুরক্ষাবিধি মেনে চলতে অনুরোধ করব। তাঁরা সাবধানে থাকুন।”

রাহুল গান্ধীর টুইটটি করার ঘন্টাখানেক পরেই বিকেল সাড়ে চারটে নাগাদ রাহুল গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন,”আমি লোকসভা সাংসদ রাহুল গাঁধীজির দ্রুত আরোগ্য ও সুস্থ শরীর কামনা করছি।”

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। এরপরেই গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের আবহে নিজের পরবর্তী সমস্ত নির্বাচনী সভা বাতিল করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

 

Related Articles

Back to top button
error: