HighlightNewsরাজ্য

‘গায়ের জোরে রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করা হয়েছে’, শহিদ মিনারের জনসভা থেকে দাবি অভিষেকের

টিডিএন বাংলা ডেস্ক: ‘গায়ের জোরেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ করা হয়েছে’, কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বেও রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ করা নিয়ে নাম না করেই প্রতিবাদ করে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বার একেবারে সরাসরি রাহুল গান্ধীর নাম করেই তাঁর পাশে থাকার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার শহিদ মিনারের জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাহুল গান্ধীর কথাকে আমি সমর্থন করি না। কিন্তু যে কায়দায় তাঁর লোকসভার সদস্য পদ খারিজ হয়েছে, তা গায়ের জোর ছাড়া আর কিছুই না।” তিনি আরও বলেন, “মোদী পদবি নিয়ে বলে যদি রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে থাকেন, তার জন্য যদি তাঁর দু’বছরের কারাদণ্ড ও সাংসদ পদ খারিজ হয়, তা হলে বিধানসভা ভোটের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী যে আমাদের নেত্রীকে ‘দিদি ও দিদি’ বলে আক্রমণ করেছিলেন, সেটা কি মহিলাদের অসম্মান নয়? তা হলে সেই কারণে দেশের প্রধানমন্ত্রীর পদ কেন খারিজ হবে না?” এরপরই তাঁর প্রশ্ন, “শুভেন্দু অধিকারী তো বিরবাহা হাঁসদাকে বলেছিলেন আমার জুতার তলে থাকে, তাহলে কেন তাঁর বিধায়ক পদ খারিজ হবে না?” এই কথা বলে তিনি রাহুলের মামলার রায়ের কপি দেখিয়ে তৃণমূলের আইনজীবী সেলকে নির্দেশ দেন আগামী এক মাসের মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার।

দীর্ঘ দিন থেকেই জাতীয় কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনকি কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনেরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে অনেক টাই অবস্থান পরিবর্তন করে রাহুলের পাশে দাঁড়ানোয় নতুন করে সমীকরণ বদলানোর সম্ভাবনা দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের দুই সাংসদ জহর সরকার ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমমনস্ক দলগুলিকে বার বার আহ্বান জানিয়েছে কংগ্রেস। তাহলে কি এবার সেই ডাকে সারা দিতে চলেছে তৃণমূল। এমনই জল্পনা তীব্র হচ্ছে রাজ্য তথা দেশীয় রাজনীতিতে।

Related Articles

Back to top button
error: