রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল: আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি, যে কোনও মূল্য দিতে প্রস্তুত, রায়ের তিন ঘন্টা পরে বললেন রাহুল

টিডিএন বাংলা ডেস্ক: রাহুল গান্ধী ২০০৪ সালে আমেঠি থেকে জিতে প্রথমবার লোকসভার সদস্য হন। এরপর ২০০৯ ও ২০১৪ সালেও আমেঠি থেকে জিতেছিলেন। এরপর রাহুল আমেঠি থেকে ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হন, কিন্তু কেরালার ওয়ানাড থেকে জয় লাভ করেছিলেন।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল করা হয়। তিনি কেরালার ওয়ানাড থেকে লোকসভার সদস্য ছিলেন। লোকসভা সচিবালয় চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে। লোকসভার ওয়েবসাইট থেকেও রাহুলের নাম বাদ দেওয়া হয়েছে। ২০১৯ সালে, রাহুল কর্ণাটকের বিধানসভায় মোদী উপাধি সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সব চোরের উপাধি কেন মোদী?’ এই মানহানির মামলায়, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ টায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের আদালত। তবে, ২৭ মিনিট পর জামিন পান তিনি।

সুপ্রিম কোর্ট, ১১ জুলাই, ২০১৩ সালে রায় দিয়েছিল, কোনও সাংসদ বা বিধায়ক নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে সংসদ বা বিধানসভার সদস্যতার জন্য অযোগ্য হবেন। লিলি থমাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় আদালত এই নির্দেশ দিয়েছিল। আগে, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিধায়ক বা সাংসদের সদস্যপদ বাতিল না করার বিধান ছিল। এদিন, রায়ের প্রায় তিন ঘন্টা পরে, রাহুল টুইট করে বলেন, ‘আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি, আমি যে কোনও মূল্য দিতে প্রস্তুত’।