HighlightNewsদেশ

তিন বছরের জন্য নতুন পাসপোর্ট পাবেন রাহুল: অনুমতি দিল্লি আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী। ৪ জুন নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। ২৪ মার্চ সংসদ সদস্যপদ বাতিল হওয়ার পর তিনি তাঁর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করেন। এই পরিস্থিতিতে নতুন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাহুল। রাহুলের ওই আবেদন মঞ্জুর করেছে আদালত। ৩ বছরের জন্য নতুন পাসপোর্ট পাবেন রাহুল গান্ধী। শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে এই বিষয়ে শুনানি হয়। আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি নতুন পাসপোর্ট ইস্যু করার আবেদনের অনুমতি দিয়েছে। যদিও, আদালত জানিয়েছে, আদালতের অনাপত্তি শংসাপত্র (এনওসি) শুধুমাত্র তিন বছরের জন্য বৈধ হবে।

রাহুলের আবেদনের বিরোধিতা করে সুব্রামানিয়াম স্বামী এর আগে বলেছিলেন, ১০ বছরের জন্য পাসপোর্ট দেওয়ার কী দরকার? শুধুমাত্র এক বছরের জন্য পাসপোর্ট দেওয়া হোক। রাহুল সম্পর্কিত অন্যান্য বিষয় বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

Related Articles

Back to top button
error: