রাজ্য

আগামী ৩-৪ দিন চলবে বৃষ্টি, পূর্বাভাস আবহবিদদের

টিডিএন বাংলা ডেস্ক : বঙ্গোপসাগরের উত্তর দিকে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট নিম্নচাপ। পাশাপাশি সমুদ্রতল থেকে প্রায় ১১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ঘূর্ণাবর্তের প্রভাব। এর জেরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চারদিন বৃষ্টি চলবে। তারপর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খন্ড ও বিহারের দিকে সরে যাবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে চরম ভারী বৃষ্টির সতর্কবার্তা ঘোষণা করেছে হাওয়া অফিস। বৃষ্টির দাপটে নদীতে জল স্তর বৃদ্ধি এবং এলাকাগুলিতে জল জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: