দেশ

সাংসদ শশী থারুরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক : লোকসভায় তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শশী থারুরের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ। নোটিশ দাখিল করে থারুরকে ওই পদ থেকে অপসারণের দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

দুবের কথায়, সংসদীয় কমিটির বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা সদস্যদের আগে থেকে জানানো হচ্ছে না। কমিটির চেয়ারম্যান নিজের রাজনৈতিক দলের নেতাদের খোশামোদ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিন স্বাধিকার ভঙ্গের নোটিশে দুবে বলেন, এর থেকে স্পষ্ট যে শশী থারুর নিজেই কমিটির বৈঠকের এজেন্ডা ঠিক করছেন এবং তারপর কমিটির সদস্যদের না জানিয়ে সেই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যম ও টুইটারে প্রচার করছেন। শশী থারুরের বিরুদ্ধে এই অভিযোগ তোলার পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার টুইটারে পেজে লেখেন, “বিজেপি এবং তার সঙ্গীদের হতাশা চরমে পৌঁছেছে। শশী থারুরের বিরুদ্ধে নিশিকান্ত দুবে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন যাতে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটি পেগাসাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করতে না পারে। সংসদে মিথ্যা তথ্য দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে ২৩ জুলাই আমি স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশ এখনও গ্রহণ করা হয়নি কেন?”

উল্লেখ্য গত সপ্তাহে থারুর বলেছিলেন, পেগাসাস ইস্যুটি তদন্ত করে দেখার জন্য কোনও যৌথ সংসদীয় কমিটি করার প্রয়োজন নেই। তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বিষয়টি খতিয়ে দেখতে পারে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পেগাসাস ইসু আলোচনার জন্য উঠতেই বিজেপি সাংসদ ওয়াকআউট করেন এবং বুধবারের বৈঠক করার সিদ্ধান্ত নেন তারা।

Related Articles

Back to top button
error: