HighlightNewsদেশধর্ম ও দর্শন

মসজিদের মাইক বন্ধ না হলে এবার ঈদের পরে দ্বিগুন জোরে হনুমান চালিশা চালানোর হুমকি দিলেন রাজ ঠাকরে

টিডিএন বাংলা ডেস্ক: মসজিদের মাইক বন্ধের আবেদন জানিয়ে আগেই সরব হয়েছিলেন প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাতুষ্পুত্র রাজ ঠাকরে। হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁর দাবি মানা না হলে মসজিদের সামনে হনুমান চালিশা চালাবেন। যদিও মহারাষ্ট্র সরকার রাজ ঠাকুরের এই আবেদনে সাড়া না দিয়ে পাল্টা জানিয়ে দেয় মহারাষ্ট্রে এখনো আইনের শাসন বর্তমান রয়েছে। এর প্রতুত্তরে এবার রাজ ঠাকরের হুমকি, মসজিদের মাইক বন্ধ না হলে ঈদের পর তাঁরা দ্বিগুন জোরে হনুমান চালিশা চালাবেন।

রবিবার একটি জনসভা থেকে প্রকাশ্যে রাজ ঠাকরে বলেন,”ঈদ ৩মে। আমি উৎসব নষ্ট করতে চাই না। কিন্তু ৪ মে-র পর আর কিছু শুনব না। আমরা দ্বিগুন জোরে হনুমান চালিশা চালাবো যদি আমাদের দাবি না মেটানো হয়!”
প্রসঙ্গত, শুরু থেকেই মারাঠা জাতীয়তাবাদ এবং হিন্দুত্ববাদের “উগ্রপুরুষ” হিসেবে খ্যাত শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাতুষ্পুত্র রাজ ঠাকরে। বালাসাহেব ঠাকরে এর মৃত্যুর পর আভ্যন্তরীণ মতবিরোধের কারণে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের সাংগঠনিক বিচ্ছেদ হয়। ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ নামে নতুন দল গড়ে তোলেন রাজ ঠাকরে। যদিও উদ্ধব ঠাকরে পরিচালিত শিবসেনার সঙ্গেই জোট বাঁধে বিজেপি। পরবর্তীতে সেই জোট ভেঙে যায় ২০১৯ সালে বিধানসভা ভোটের পর। এনসিপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে শিবসেনা। এরপর থেকেই লাগাতার উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে রাজ ঠাকরেকে। সামনেই ২০২৪ সালের বিধানসভা ও লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে নিজের রণকৌশলের প্রস্তুতি নিচ্ছেন রাজ ঠাকরে। এহেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে অনেকটা প্রয়াতঃ বালাসাহেব ঠাকরের সুরেই জানিয়েছেন,”আমাদের দাবি না মানলে যা হবে, তার জন্য আমরা দায়ী নই। আমি বলছি, এটা ধর্মের নয়, সমাজের ব্যাপার।”

Related Articles

Back to top button
error: