‘দিদির যেমন সিভিক পুলিশ, মোদীর তেমন সিভিক মিলিটারি’ আক্রমণাত্মক অধীর রঞ্জন চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, ‘ দিদি ‘, আপনি যদি মনে করেন “অগ্নিপথ” বিজেপি পার্টির ক্যাডার তৈরি করবে, আপনি যা বলছেন তা যদি বিশ্বাস করেন তাহলে রাজস্থান সরকারকে অনুসরণ করে আপনার ক্যাবিনেট বা বিধানসভায় “অগ্নিপথ”এর বিরুদ্ধে প্রস্তাব পাস করুন। ‘দিদি’র যেমন ‘সিভিক পুলিশ’, মোদীর তেমন ‘সিভিক মিলিটারি’ হলে অবাক হব না !!!’