রাজ্য

মৎস্যজীবীর জালে বিরল প্রজাতির ডলফিন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কুলতলি : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির ডলফিন। বুধবার বিরল প্রজাতির এই ডলফিনটি ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। কুলতলির কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালী নদী থেকে ধরা পরে এই ডলফিনটি। কুন্দখালির পাঁচু সরদার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান ডলফিন আটকে রয়েছে তাঁর জালে। তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসলে তা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। এ বিষয়ে কুলতলি থানায় খবর দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে বন দফতরকেও। স্থানীয় সূত্রের খবর মুখে জাল জড়িয়ে থাকার কারণে মাছটি অসুস্থ হয়ে পড়েছে। যাতে ডলফিনটিকে সুস্থ করে গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button
error: