রাজ্য

করিমপুরের কাঁঠালিয়ায় বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, করিমপুর: করিমপুরের কাঁঠালিয়ায় বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই গ্রামের পুরাতন বাজার থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

এদিন বাড়ির পাশের ডোবায় আহত অবস্থায় পেঁচাটি কে দেখতে পান স্থানীয় শিক্ষক কনোজ কুমার হালদার। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাড়ি এনে স্ত্রীর সহযোগিতায় পেঁচাটির প্রাথমিক চিকিৎসাও করেন তিনি। তবে কিভাবে কোথা থেকে এল ওই পাখিটি তা তিনি বলতে পারেন নি। তবে শিকারিদের দ্বারাই আহত হয়েছে বলে অনুমান ওই শিক্ষকের।

প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে বনকর্মীর হাতে তুলে দিতে বিভিন্ন জায়গায় ফোন করেন তিনি। খবর পেয়ে বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মনজুর আহমেদ। তার ফোনেই ছুটে আসেন বনকর্মীরা। বিকেলে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা।

Related Articles

Back to top button
error: