HighlightNewsদেশ

সাধুর কথায় নিয়োগ ও পদোন্নতি! অভিযোগ এনএসই-র প্রাক্তন এমডি-সিইও’র বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: হিমালয়ের এক সাধুর পরামর্শে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE)-এর উচ্চপদে নিয়োগ ও পদোন্নতির অভিযোগ উঠল এনএসই-র প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণের বিরুদ্ধে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আর এই মামলার তদন্ত শুরু করে খোদ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। তদন্তের পর তারা সম্প্রতি এই মামলা সংক্রান্ত ১৯০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে চিত্রাকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, এনএসই-র প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ আনন্দ সুব্রহ্মণ্যন নামে এক ব্যক্তিকে এনএসই-র গ্রুপ অপারেটিং অফিসার এবং এমডি-র উপদেষ্টার পদে নিয়োগ করেছিলেন। আশ্চর্যজনক ভাবে দ্রুততার সাথে তাঁর পদন্নতিও হয়। অনভিজ্ঞ সুব্রহ্মণ্যনকে এই ধরনের বৃহত্তর পদে নিয়োগ করা নিয়ে তৈরি হয় অসন্তোষ। চিত্রার থেকে জানা গিয়েছে, ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের আর্থিক ও ব্যবসার গোপন তথ্যও নিয়ে সাধুর সঙ্গে আলোচনা করতেন তিনি।

Related Articles

Back to top button
error: