রাজ্য

মাদক তদন্তে ছেড়ে দেওয়া হয় বিজেপি নেতার আত্মীয়কে! ফের বোমা ফাটালেন এনসিপি নেতা

টিডিএন বাংলা ডেস্ক : এনসিবি -র তল্লাশির সময় বহিরাগতর উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা নবাব মালিক। এবার মাদক তদন্তে বিজেপি নেতার আত্মীয়কে ছেড়ে দেওয়ার অভিযোগ করলেন মালিক!

এনসিপি নেতার দাবি, মুম্বই থেকে গোয়াগামী মাদক পার্টিতে ১১ জন আটক হয়েছিল। পরে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে ছিলেন রিসভ সচদেব নামে এক যুবক। যিনি বিজেপির যুব শাখার প্রাক্তন প্রধান মোহিত ভারতীয়র শ্যালক। বাকি যে দুজনকে ছেড়ে দেওয়া হয় সেই প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালা আরিয়ান খানকে পার্টিতে আমন্ত্রণ করেছিলেন। আরিয়ানকে গ্রেফতার করা হলেও কেন বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হলো? এনসিবি বিষয়টা পরিষ্কার করুন। দাবি জানিয়েছেন মালিক।

এখানেই না থেমে এনসিপি নেতার আরও দাবি, এনসিবি আধিকারিক ওয়াংখেড়ের সঙ্গে বিজেপি নেতাদের কথা হয়েছিল। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখবেন বলে জানান মালিক। দরকার হলে এনসিবি তল্লাশি নিয়ে তদন্তের জন্য কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানিয়েছেন মালিক। তবে মালিকের এই দাবির পরে সাংবাদিক বৈঠক করেন এনসিবি – র ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং। পাল্টা তিনি জানিয়েছেন, জাতপাত ধর্ম বা রাজনৈতিক দল দেখে কাউকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি প্রাইভেট গোয়েন্দা কেপি গোসাভি, বিজেপি কর্মী মনিশ ভানুশালির উপস্থিতি নিয়েও মুখ খুলেছেন জ্ঞানেশ্বর সিং। তিনি জানিয়েছেন যে কোনও তল্লাশির সময় দু’জন নিরপেক্ষ ব্যক্তি দরকার। দুজন নিরপেক্ষ সাক্ষী ছিলেন তারা।

Related Articles

Back to top button
error: