HighlightNewsদেশ

উপত্যকায় চলছে টার্গেট কিলিং! সেনাপ্রধান নারাভানের মন্তব্যে জোর চাঞ্চল্য

টিডিএন বাংলা ডেস্ক : কাশ্মীরে সম্প্রতি যেন শুরু হয়েছে টার্গেট কিলিং। সাম্প্রতি কয়েকদিনের ঘটনার পর এটা পরিষ্কার যে জঙ্গিদের এখন নিশানায় কাশ্মীরি পণ্ডিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। যার জেরে কাশ্মীর থেকে পালাচ্ছেন অনেক পণ্ডিত। এই অবস্থায় দেশের সেনাপ্রধান এমএম নারাভানের একটি মন্তব্য আরও উদ্বেগ বাড়িয়েছে।

আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হতেই, আফগান জঙ্গিদের অনুপ্রবেশ বাড়ছে। এমন জল্পনা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন থেকেই। সেই প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন নারাভানে। তিনি বলেন, “কাশ্মীরে সাম্প্রতিক ‘টার্গেট কিলিং’ -এর পেছনে আফগান জঙ্গিদের হাত আছে কিনা, সে ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তবে আফগানিস্তানের তালিবান সরকার একটু স্থিতিশীল হলেই, কাশ্মীরে আফগান জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়বে।” দু-দশক আগের অভিজ্ঞতা থেকেই এমন আশঙ্কা সেনা প্রধানের। তবে ভারতীয় সেনা যে কোনও অনুপ্রবেশের মোকাবিলা করতে প্রস্তুত। এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান। নারাভানে আরও দাবি করেছেন, জঙ্গিরা নিজেদের অস্তিত্ব বোঝাতে মরিয়া হয়ে এই ধরনের হামলা চালাচ্ছে। এভাবে সাধারণ মানুষকে মারলে জঙ্গিরা উপত্যকায় ভিলেন হয়ে উঠবে।

অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাশ্মীরি পণ্ডিতদের মুখপাত্র সতীশ মহলদার। তার দাবি, সংখ্যালঘুদের ওপর এরকম হামলা হতে পারে, এমন আশঙ্কা করে মাস দুয়েক আগে তারা প্রশাসনকে জানিয়েছিল। কিন্তু তখন প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে কিছুই করেনি। নব্বইয়ের দশকে ভূস্বর্গ ছেড়ে যাওয়া অনেক কাশ্মীরি পণ্ডিতের পরিবারই উপত্যকায় ফিরে পুনর্বাসন প্রকল্পে বাড়ি, চাকরি পেয়ে নতুন জীবন শুরু করেছেন। কিন্তু এখন তারা নিরাপদ বোধ করছেন না। তাদের এখন ৯০-এর দশকের ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসছে।

Related Articles

Back to top button
error: