HighlightNewsখেলাদেশ

অনবদ্য শতরান করে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ, প্রশংসা পেলেন সৌরভে-দ্রাবিড়ের

টিডিএন বাংলা ডেস্ক: ইংল্যান্ডের এজবাস্টনে অনবদ্য শতরান করে পুরানো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তার খেলা দেখে প্রশংসায় ভড়িয়ে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। প্রশংসা পেলেন সৌরভের থেকেও। তার শতরান করার সঙ্গে সঙ্গে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন সতীর্থরা। হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দ্রাবিড়। এদিন ৮৯ বলে শতরান করেন পন্থ। ১৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ঋষভ পন্থ এদিন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। তার স্ট্রাইক রেট ছিল (১৩১.৫৩), যা টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

এদিন ৯৮ রানের মধ্যেই ভারতের ৫টি উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে মূলত ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার ষষ্ঠ উইকেট জুটিতে ২৩৯ বলে ২২২ রানের উপর ভর করে এজবাস্টন টেস্টে ভারত প্রথম দিনের শেষে পৌঁছে গেল ৭ উইকেটে ৩৩৮ রানে। বৃষ্টির কারণে পুরো ৯০ ওভার খেলা হয়নি, হয়েছে ৭৩ ওভার। এরই মাধ্যমে তারা ছুঁয়ে ফেলেছেন একাধিক রেকর্ড। ১০০ রানের কমে পাঁচ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে পন্থ ও জাদেজা যে ২২২ রানের পার্টনারশিপ গড়েছেন, তা ভারতীয় দলের নিরিখে যুগ্ম-সেরা। এর আগে ১৯৯৬ সালে কেপটাউনে সচিন তেন্ডুলকর ও মহম্মদ আজহারউদ্দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২২ রানের পার্টনারশিপই গড়েছিলেন। পন্থের স্ট্রাইক রেট (১৩১.৫৩) টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। এর আগে আজহার ১৯৯৬ সালে ইডেন টেস্টে ৭৭ বলে ১০৯ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৪১.৫৫।

Related Articles

Back to top button
error: