প্রয়াত হ্যারি পটার ফিল্মে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা রবি কোলট্রেন

ছবি সুত্রঃ Insider

টিডিএন বাংলা ডেস্ক: বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোল্ট্রান শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে রবির বয়স ছিল ৭২ বছর। রবির এজেন্ট বেলিন্ডা রাইট জানান, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।