HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম মালদা জেলার সাদিয়া সিদ্দিকা

টিডিএন বাংলা ডেস্কঃ গতকাল প্রকাশিত হলো মাদ্রাসা বোর্ডের ফলাফল। ফল প্রকাশিত হতেই দেখা যায় মালদা জেলার সুজাপুরের সুবহানিয়া হাই মাদ্রাসা ছাত্রী সাদিয়া সিদ্দিকা প্রথম স্থান অধিকার করেছেন। ফলাফল প্রকাশিত হতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সাদিয়া সিদ্দিকার পরিবার বিশেষত তার বাবা মুহাম্মাদ রুহুল ইসলাম। কারণ ৩১ বছর আগে সেই একই হাই মাদ্রাসা থেকে সাদিয়া সিদ্দিকার বাবা এই মাদ্রাসা বোর্ডেই নবম স্থান অধিকার করে ছিলেন। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক। তিনি জানিয়েছেন, একটা সময় স্নাতক করার পর পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে কাজের খোঁজে বের হতে হয় তাকে। সাদিকা জানিয়েছেন ছোটবেলা থেকেই তিনি তার বাবার কাছেই পড়াশোনা করেন, শুধু ইংলিশটাই অন্য টিউটরের কাছে পড়েন। সুবহানিয়া হাই মাদ্রাসা প্রধান শিক্ষক মহম্মদ আদিল হোসেন বলেন, “সাদিয়া সিদ্দিকা ছোট থেকেই খুব মেধাবী। প্রতিবছরই সে ক্লাসে প্রথম স্থান অধিকার করে। আমার বিশ্বাস পরীক্ষা হলেও সাদিয়া মেধাতালিকায় এই ধরনের স্থানই পেত।” তারা পরিবার সূত্রে জানা গেছে সাদিয়া কার্টুন ও খেলার প্রতি খুবই ভক্ত। তবে পড়াশোনা সঙ্গে সে কখনও কম্প্রোমাইজ করে না। বড়ো হয়ে সে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ হতে চায় বলে জানিয়েছে সাদিয়া।

উল্লেখ্য যে, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো মাদ্রাসা বোর্ডে ও সমস্ত পরীক্ষা বাতিল করেছিল। এ দিন পর্ষদ সভাপতি বলেন, এ বছর মোট ৫৬৫০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। শতকরা একশো জনই পরীক্ষায় পাশ করেছে। ১২১৮৬ জন আলিম পরীক্ষার্থী এবং ৫৫৭৪ জন ফাজিল পরীক্ষার্থীর প্রত্যেকেই পাস করেছে।

Related Articles

Back to top button
error: