রাজ্য

সামসেরগঞ্জে দেবাংশু ভট্টাচার্যের জনসভায় জনজোয়ার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কৃষি আইন প্রত্যহার, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বিড়ি শিল্পের নতুন কোটপা আইনের বিরুদ্ধে এবং এনআরসি, সিএএ প্রত্যাহার সহ নানাবিধ দাবি নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল ও জনসভা আয়োজন করল সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার ডাকবাংলা থেকে ধূলিয়ান পর্যন্ত এই মিছিলে সামিল হন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে কাঞ্চনতলা স্কুলের সামনে জনসভা করে তৃণমূল কংগ্রেস। মিছিলে কার্যত জনজোয়ার সৃষ্টি হয়।

মিছিল শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য কংগ্রেস, সিপিআইএম ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যে ক্ষমতায় আসার কোনো হিম্মত নেই বিজেপির। গুজরাট থেকে অমিত শাহ বড় একটা বাটি হাতে কালিঘাটে দিদির বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার কোরে কাকুতি মিনতি করছেন দিদি আমাকে নেতা দাও। নেতা দাও। মুর্শিদাবাদ জেলায় বিজেপি তৃতীয় শক্তি। তৃণমূলকে রুখতে বিজেপি এই জেলায় কংগ্রেস, সিপিআইএম ও আব্বাস সিদ্দিকীর দলকে মদত দিয়ে চলেছেন। বিজেপির টাকা নিয়ে বাংলার উন্নয়ন ও শান্তির জন্য জোড়াফুলে ভোট দিয়ে তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় আনার শপথ গ্রহণ করার নির্দেশ দেন সামশেরগঞ্জবাসী।

Related Articles

Back to top button
error: