নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জমি বিবাদ। আর সেই জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। চললো গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জখম আরো দুই জন। ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার ১৩ নম্বর ওয়ার্ড ফিল্ড পাড়া। মৃত ব্যক্তির নাম ইমরান হোসেন(৫৪)। জখম ওই দুই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম আনসারী ও
মোবাসসার শেখ। জখমদের জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী
জানা গিয়েছে, দীর্ঘদিনের বিবাদমান জমি নিয়ে বচসা ছিলো মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির। অভিযোগ, বুধবার সকালে জোর করে ইটের পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন জাকির হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। তখনই বাধা দেয় ইমরান হোসেন ও তার পরিবারের লোকজন। আর তা থেকেই শুরু হয় বচসা। লড়াই। ছোড়া হয় গুলি। গুলির আঘাতে মৃত্যু হয় ইমরান হোসেনের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। পুলিশ তদন্ত শুরু করেছে।