রাজ্য

করোনা সচেতনতায় ঈদের নামাজ শেষে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ বারাসাতে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে ঈদের নামাজ শেষে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলো ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন। শুক্রবার নলেজ অ‍্যাকাডেমি স্কুলের সহযোগিতায় উওর ২৪ পরগণার বারাসাত ২ নং ব্লকের খড়িবাড়ি এলাকায় এক গণ মাস্ক, স্যানিটাইজার বিতরণ এবং করোনা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।মূলত ঈদের নামাজের পরে প্রায় দুই হাজার মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। বিশেষ করে বাস, টেকার, অটো এবং টোটো গাড়ির চালকদের মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয়। পাশাপাশি করোনা নিয়ে তাদেরকে সতর্কও করা হয়।
এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কমিটির সহ সভাপতি তথা নলেজ অ‍্যাকাডেমি স্কুলের কর্ণধর মহঃ আনসারুল হক। উপস্থিত ছিলেন সেখ সংস্থার পশ্চিমবঙ্গের কো অর্ডিনেটর মোহাম্মদ ইসমাইল, কলম পএিকার সাংবাদিক রফিকুল হাসান, সংখ‍্যালঘু যুব ফেডারেশনের রাজ‍্য সহ সভাপতি মাহমুদুল হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিকে সংস্থার উদ্যোগে ও রাজ্য সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও তার টিম দক্ষিণ ২৪ পরগনা জেলার হাটপাড়া গ্রামে এক জন প্যারালাইজড বৃদ্ধকে ওয়াকিং হুইল উপহার প্রদান করেন।

Related Articles

Back to top button
error: