টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মাঝেও আগের মতোই চালু থাকবে টিকা করন প্রক্রিয়া। যেহেতু টিকাকরণ জরুরী পরিষেবার অন্তর্গত, তাই টিকাকরণ কেন্দ্রগুলি খোলা থাকবে। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা ঘোষণা করেছেন তা অনুযায়ী বাস, মেট্রো, অটো, ট্যাক্সি, ফেরি চলাচলের পরিষেবাও বন্ধ থাকবে। আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল রেলের পরিষেবা। এই পরিস্থিতিতে টিকাকেন্দ্রে যাবার জন্য সাধারণ মানুষকে নিজেদের এই ব্যবস্থা করে নিতে হবে। নিজেদের গাড়ি নিয়ে বা গাড়ি ভাড়া নিয়ে পৌঁছানো যেতে পারে টিকাকরণ কেন্দ্রে। তবে সবক্ষেত্রেই মাস্ক পড়ে থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। টিকাকরণ কেন্দ্র কাছাকাছি হলে সেখানে হেঁটেও পৌঁছানো যেতে পারে।