Newsদেশ

খালিস্তানপন্থী অমৃতপালের খোঁজ অব্যাহত: গ্রেপ্তার ফাইন্যান্সার দলজিৎ সিং কালসি, ধৃত ৪সমর্থককে আসামের ডিব্রুগড়ে নিয়ে গেল পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: পাঞ্জাবে, খালিস্তান সমর্থক এবং ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপালের সন্ধান রবিবারও অব্যাহত রয়েছে। পাঞ্জাব পুলিশ অমৃতপালকে খুঁজে বের করতে রাজ্যে একটি মেগা অনুসন্ধান অভিযান শুরু করেছে। শনিবার অমৃতপালকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। তার মার্সিডিজ গাড়ি নকোদরে পার্ক করা অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, ওই একই গাড়িতে অমৃতপালের মোবাইল ফোনও পাওয়া যায়।
শনিবার বিকেলে অমৃতপালের গ্রেফতারের তথ্য এলেও গভীর রাতে পুলিশ জানায় সে পলাতক। সূত্রের খবর, তাঁর ওপর এনএসএ চাপানো হতে পারে। গ্রেফতার করা হয়েছে অমৃতপালের অর্থদাতা দলজিৎ সিং কালসিকে। উল্লেখ্য, দলজিৎ একজন অভিনেতা এবং প্রযোজক। পুলিশ এখনও পর্যন্ত ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ৮টি রাইফেল ও রিভলবারও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, পাঞ্জাব পুলিশ অমৃতপালের চার সমর্থককে গ্রেপ্তার করে আসামের ডিব্রুগড়ে নিয়ে গেছে। সেখানেই তাদের কারাগারে রাখা হবে। মোহালিতে অমৃতপালের সমর্থনে তাঁর সমর্থকরা আবারও বিক্ষোভ শুরু করেছেন। এদিন সকাল থেকে প্রায় শতাধিক বিক্ষোভকারী উভয় পক্ষ থেকে সড়ক অবরোধ করে। শুধু তাই নয়, শিখরা নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করবেন বলেও জানা গিয়েছে। কানাডার কনজারভেটিভ পার্টির সাংসদ টিম এস উৎপল জানিয়েছেন, তিনি পাঞ্জাব থেকে আসা রিপোর্ট নিয়ে চিন্তিত।
এদিকে, গ্রেফতারের সময় পাঞ্জাব পুলিশ অমৃতপালের সমর্থকদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে বলে জানা যায়। অমৃতপালের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুলিশ অফিসাররা ছেলেকে আত্মসমর্পণ করতে বলছে। পুলিশ অমৃতপালকে নিয়ে কিছু অন্যায় করতে পারে বলে আশঙ্কা রয়েছে। অমৃতপাল কী অপরাধ করেছে, সে যুবকদের নেশা থেকে মুক্তি দিচ্ছে’।

এদিকে, অমৃতপালকে ধরতে গোটা জলন্ধর ঘিরে রেখেছে পুলিশ। জলন্ধর ও ভাথিন্ডায় অমৃতপালের কর্মসূচি ছিল। অমৃতপাল জলন্ধরের মাইহাটপুরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সেসময় পুলিশ তাকে ধরতে অবরোধ শুরু করে। অমৃতপালের কনভয় মেহতপুরের কাছে পৌঁছলে পুলিশ ঘিরে ফেলে। কনভয়ের সামনে ছুটে চলা ২টি গাড়িতে ৭ জনকে আটক করা হয়।কনভয়ের তিন নম্বরে ছিল অমৃতপালের গাড়ি। পুলিশকে দেখে অমৃতপালের চালক গাড়িটিকে লিংক রোডে নিয়ে যান। এর পর ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের প্রধানকে ধরতে পুলিশের গাড়ি পেছন পেছন আসে। এরপর, অমৃতপালের গাড়ি নাকোদরে পার্ক করা অবস্থায় পায় পুলিশ। পুলিশকে ফাঁকি দিয়ে অমৃতপাল অন্য গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পুরো পাঞ্জাবে পুলিশ-প্রশাসন সতর্ক রয়েছে। অমৃতসর, ফাজিলকা, মোগা, মুক্তসর সহ অনেক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর কারণ হিসেবে, অমৃতসরে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ দেশগুলোর সম্মেলনের কথা বলা হচ্ছে। সোমবার দুপুর ১২টা পর্যন্ত পাঞ্জাবে মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবা বন্ধ থাকবে। রাত ১২টার পর ইন্টারনেট সেবা চালু হবে কি না সে বিষয়ে কোনো তথ্য এখনও দেওয়া হয়নি।

Related Articles

Back to top button
error: