HighlightNewsদেশ

অবশেষে আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা, দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্কঃ দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা। দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসেবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গভই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যৌন পরিষেবা দেওয়াটাও আইনস্বীকৃত পেশা। যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরও সম্মানজনক জীবনযাপনের অধিকার আছে। শুধু তাই নয়, শীর্ষ আদালতের নির্দেশ, এবার থেকে যারা যৌন পরিষেবা দেন বা যৌন কর্মী হিসাবে কাজ করেন তাদের কোনওরকম হেনস্তা করা যাবে না। ভারতের প্রত্যেক নাগরিকের সম্মানজনক জীবন যাপনের অধিকার আছে। যৌনকর্মীদেরও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। যদি কোনও প্রাপ্তবয়স্ক যৌনকর্মী স্বেচ্ছায় কাউকে পরিষেবা দেয়, তাহলে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গভই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ যৌনকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হলে, তাঁকে সবরকম আইনি সহায়তা দিতে হবে। কোনও পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তার বিষয়টির দিকেও নজর দিতে হবে। একইসঙ্গে, যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে। শুধু দেহ ব্যবসাকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য কোনও মহিলাকে তাঁর সন্তানের থেকে আলাদা করা যাবে না। কোনও শিশু পতিতালয়ে থাকছে মানেই তাঁকে পাচার করে আনা হয়েছে এটা ধরে নেওয়া যাবে না।

Related Articles

Back to top button
error: