HighlightNewsরাজ্য

পার্থ সিবিআই জেরার মুখে পড়তেই তাঁর স্ত্রীর নামে তৈরি বিশাল স্কুল নিয়ে শুরু হয়েছে বিতর্ক

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তের মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সিবিআই জেরার মুখে পড়তেই তাঁর স্ত্রীর নামে তৈরি বিশাল স্কুল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কার টাকায় এই বিশাল বেসরকারি স্কুল তৈরি করা হল প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও এই স্কুলে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনো অংশীদারিত্ব নেই বলে জানানো হয়েছে স্কুলের তরফে।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে পিংলার খিরিন্দা মৌজায় প্রত্যন্ত গ্রামে তিন একর জমির উপরে গড়ে উঠেছে ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ নামের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলটি। মাত্র এক বছর মত আগেই ‘বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর উদ্যোগেই ঝাঁ-চকচকে স্কুলটির পথ চলা শুরু। এই স্কুলের মালিক পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য বলেই শোনা যাচ্ছে। আর এই স্কুলের জমি নাকি লিজ দিয়েছেন পার্থের জামাই-এর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী। জামাই- মেয়ে যেহেতু বিদেশে থাকেন তাই এই স্কুলটি বকলমে কৃষ্ণচন্দ্র অধিকারীই পরিচালনা করছেন।

স্কুলটি নিয়ে বিতর্ক তৈরি হতেই সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন ছাত্র-ছাত্রী ও অবিভাবকরা। কারণ তাদের আশংকা এখানেও যদি সিবিআই হানা দেয় তাহলে পড়াশোনা ব্যাহত হতে পারে।

Related Articles

Back to top button
error: