HighlightNewsরাজ্য

তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার কারণে দুর্ণীতি মামলায় দোষীদের ধরছেন না সিবিআই অভিযোগ মহম্মদ সেলিমের

টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি-তে নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীকে ইতিমধ্যেই জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও রাজ্য-কেন্দ্রের বিরুদ্ধে গোপন সমঝোতার অভিযোগ তুলে সরব হলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার কারণে উপরতলা থেকে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। তাই দুর্ণীতি মামলায় দোষীদের ধরছেন না সিবিআই।

ধূলাগড়ের একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে মহম্মদ সেলিম রাজ্য ও কেন্দ্রদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘এখন যাচ্ছেন আর আসছেন। আমি খুশি হব, যদি উনি গিয়ে আর ফেরত না আসেন। তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার রাজনীতি আছে। ইচ্ছে করলে CBI তৃণমূলের নেতা ও মন্ত্রীদের গ্রেফতার করতে পারে। কিন্তু অনুব্রত মণ্ডল-সহ নেতাদের গ্রেফতার করছে না। অথচ পি চিদম্বরমের বাড়ির দেওয়াল টপকে সিবিআই অফিসার তাঁকে গ্রেফতার করেছিলেন। তবে, দিদি এবং মোদীর মধ্যে একটা লক্ষ্মণ রেখা আছে। তাই উপরতলার নির্দেশ না আসায় CBI অফিসাররা দোষীদের ধরছেন না।’

যদিও এই অভিযোগ কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে প্রশ্ন আছে। কারণ অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীদের মত হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকলে তাদের গ্রেফতার করা অসম্ভব। তাছাড়া এই মামলাটি এখন হাইকোর্টের বিচারাধীন।

Related Articles

Back to top button
error: