HighlightNewsদেশ

ভোটের আগে শান হিন্দুত্বে, অযোধ্যায় পুজো কেজরিওয়ালের

টিডিয়েন বাংলা ডেস্ক : হাতে মঙ্গল আরতি। মুখে জয় শ্রীরাম স্লোগান। সোমবার অযোধ্যাতে এমনই অবতারে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

আগামী বছর উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে জল মাপতে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। ভোটব্যাঙ্ক-এর কথা মাথায় রেখে হিন্দুত্বে শান দিতেও কার্পণ্য করছেন না রাজনীতিবিদরা। সোমবার রাম জন্মভূমি অযোধ্যাতে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে পুজো দিয়ে আরতি করেন তিনি। নিজের বক্তব্য শুরুর আগে মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান। সরযু নদীকে মায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল বলেন, দেশকে করোনার হাত থেকে বাঁচাতে একমাত্র ভগবান পারেন।

উত্তরপ্রদেশে ২২ এর মহারণে ৪০৩ টি আসনে প্রার্থী দিচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। অযোধ্যা যাওয়ার আগে একটি টুইট করেছিলেন কেজরিওয়াল। তিনি লেখেন, ১৩০ কোটির দেশ এখন করোনার সঙ্গে লড়াই করছে। ভগবান সেই সমস্যা থেকে সকলকে দূরে রাখবেন। দেশে এখনও অনেক সমস্যা। যার সমাধান করবেন প্রভু রাম। প্রার্থনা করি, সকলেই যেন রাম মন্দির দর্শন করতে পারে।” তবে এদিন তাঁর অযোধ্যা যাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আপ সংসদ সঞ্জয় সিং আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি আশ্রিত গুণ্ডারা কেজরিওয়ালের ওপর আক্রমণ করতে পারে।

Related Articles

Back to top button
error: