HighlightNewsদেশ

মধ্যপ্রদেশের মুরৈনাতে বিষ মদ পান করে ২০ জনের মৃত্যুর পর জেলা কালেক্টর অনুরাগ ভার্মা ও এসপি অনুরাগ সুজানিয়াকে সাসপেন্ড করল শিবরাজ সরকার

টিডিএন বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের মুরৈনাতে বিষ মদ পান করে ২০ জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে বিজেপির শিবরাজ সরকার। এই ঘটনার পর জেলা কালেক্টর অনুরাগ ভার্মা ও এসপি অনুরাগ সুজানিয়াকে সাসপেন্ড করা হয়েছে। অপসারিত হয়েছেন এসডিওপি সুজিত ভাদোরিয়া। প্রসঙ্গত, এখনো পর্যন্ত বিষমদ পান করে ২০ জনের মৃত্যু হয়ে গেলেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো প্রায় কয়েক ডজন রোগী। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি পাঁচ অপরাধীর খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে।

এই ঘটনার পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, “এটি একটি দুঃখজনক এবং গম্ভীর ঘটনা।”এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মন্তব্য উল্লেখ করে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। এসপি, কালেক্টর এবং এসডিওপিকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: