রাজ্য

ত্রিপল চুরি মামলায় অস্বস্তি কাটল না শুভেন্দু অধিকারীর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ত্রিপল চুরি মামলায় অস্বস্তি কাটল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট থেকে পেলেন না অন্তর্বর্তীকালীন কোন নির্দেশ। বাধা রইল না পুলিশের কড়া পদক্ষেপের।

ত্রিপল চুরি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারী। শুক্রবারও কোন অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়। আপাতত তদন্ত চলবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। আইনজীবীদের মতে, অভিযুক্তদের ক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপও করতে পারে পুলিশ। আদালতে রক্ষাকবচ না পাওয়ায় ত্রিপল চুরি কান্ডে অস্বস্তির মধ্যেই থাকতে হবে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে। উল্লেখ্য, কাঁথি পুরসভার গোডাউন থেকে লক্ষাধিক টাকার ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগে চলতি মাসের প্রথম দিকে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডরমেটরি মাঠ সংলগ্ন পুর-গোডাউন থেকে ত্রিপল বার করা হয়েছে। আর তা শুভেন্দু অধিকারীর লোকজন করেছেন বলে অভিযোগ।শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে।

 

Related Articles

Back to top button
error: