HighlightNewsরাজ্য

শুভেন্দু অধিকারীর উচিত তার বাবা, ভাইকে এমপি আসন থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া : বাবুল সুপ্রিয়

টিডিএন বাংলা ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দল ছাড়ার এক মাস পরে মঙ্গলবার প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগ করার পর বাবুল সুপ্রিয় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান তাঁর প্রতি আস্থা দেখিয়ে দায়িত্ব দিয়ে ছিলান বলে। তিনি বলেন, “আমি পুরোপুরি রাজনীতি ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি দলের অংশ না হই, তাহলে আমার নিজের জন্য আসন রাখা উচিত নয়।”


বাবুল সুপ্রিয় সংবাদমাধ্যমে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে ভাই দিব্যেন্দু এবং বাবা শিশির অধিকারইকে পদত্যাগ করার পরামর্শ দিতে বলেন। তিনি টুইট করেন, “শুভেন্দু অধিকারী কয়েক মাস আগে পর্যন্ত টিএমসির অবিচ্ছেদ্য অংশ ছিলেন। রাজনীতির বাইরে তিনি একজন বন্ধু ছিলেন, স্পষ্টতই তাকে রাজনৈতিকভাবে আমার সম্পর্কে খুব কঠোর কথা বলতে হবে। কিন্তু তার বাবা এবং ভাইকে এমপি আসন থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া উচিত। তারা আর টিএমসি’র অংশ নয়।” https://twitter.com/SuPriyoBabul/status/1443921620125454347?t=XCBzjLM6xbFfVwa85jZqow&s=19
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার বাবা শিশির অধিকারী এই বছরের মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগ বিরোধী আইনের উদ্ধৃতি দিয়ে, টিএমসি লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখে জানায় শিশির অধিকারী দলত্যাগ আইনে নির্বাচিত প্রতিনিধি নন বর্তমানে, তিনি বাংলায় তার একটি নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একই মঞ্চে অবস্থান করেছিলেন। শিশির অধিকারী ছাড়াও টিএমসি লোকসভার স্পিকারকে বিজেপির সুনীল মণ্ডলকে নির্বাচিত প্রতিনিধি পদ থেকে বরখাস্ত করার জন্য চিঠি লিখেছিল, যিনি টিএমসি আসন থেকে পূর্ব বর্ধমানের টিকিটে জিতেছিলেন।

Related Articles

Back to top button
error: