Highlightদেশ

মমতাকে টক্কর দিতে ‘দিল্লি চলো’ -র ডাক শুভেন্দুর!

টিডিএন বাংলা ডেস্ক : শুরুটা হয়েছিল নন্দীগ্রাম দিয়ে। যার পরবর্তী ধাপ হয়তো দেখা যাবে রাজধানীতে। চলতি মাসের শেষের দিকে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অবিজেপির দলের নেতাদের সঙ্গে দেখা করে ২৪ এর মহারণের সলতে পাকানোর কাজ শুরু করতে পারেন তিনি। সূত্রের খবর ওই একই সময়ে সদলবলে দিল্লিতে পা রাখার পরিকল্পনা করছেন শুভেন্দু অধিকারী।

বঙ্গ বিজয়ের পর এখন সর্বভারতীয় ক্ষেত্রে মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই ২৪ এর লোকসভা নির্বাচন। মমতাজের সামনে রেখেই কার্যত বিরোধী জোট তৈরির কাজ চলছে বলে সূত্রের খবর। সেই জোটে যেমন থাকবে কংগ্রেস। তেমনই থাকবে বামফ্রন্ট। ইতিমধ্যেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি। বৈঠক হয়েছে এনসিপির সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও। এইসব দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লোকসভা ভোটের আগে মোদি বিরোধী জোট গঠনে মরিয়া হয়ে উঠেছে বিরোধী শিবির। তারই একটি অঙ্গ বলে মনে করা হচ্ছে মমতার দিল্লি সফর। সেখানে গিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করার সম্ভাবনা প্রবল। আর সেই সময়ই দিল্লি যাচ্ছেন অধিকারী পরিবারের মেজো ছেলে।

ঠিক কী কর্মসূচি রয়েছে শুভেন্দুর? সূত্রের খবর, নব্য এই বিজেপি নেতা আসলে একটি পরিষদীয় দলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধি দল দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে চান তারা। পাশাপাশি আপত্তি জানানো হতে পারে সদ্য তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে পিএসসি- এর চেয়ারম্যান করা নিয়েও। রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য মনে করছেন অন্য একটি বিষয়। আর তা হল, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, সেই সময়ে শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা আসলে সেই পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার ছক।

Related Articles

Back to top button
error: