রাজ্য
ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ কল্যাণ এনজিও
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ভাঙন কবলিত অসহায় মানুষদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ কল্যাণ এনজিও। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার আলিনস্কর হাইস্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে ধানঘরা, হীরানন্দপুর ও শিবপুরের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মুড়ি, চানাচুর, চা,বিস্কুট, দুধের পাশাপাশি চিনি ল্যাচ্চা ও বাচ্চাদের জন্য চকলেটও তুলে দেয় সংস্থার কর্তারা। এসময় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম উদ্যোক্তা মাসুদ রানা, ফারুক শেখ, রনি শেখ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ কল্যাণ এনজিও’র কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয়রা।