টিডিএন বাংলা ডেস্ক: করোনার প্রথম ঢেউয়ের সময় অন্ধ্রপ্রদেশের নেল্লোরে আটকে পড়া ছেলেকে ঘরে ফিরিয়ে আনবার জন্য ১হাজার ৪০০ কিলোমিটার স্কুটার চালিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তেলেঙ্গানার নিজামাবদের স্কুল-টিচার রাজিয়া বেগম। এবারও ফের খবরের পাতায় উঠে এসেছে তাঁর নাম তবে দেশের কোথাও আটকে থাকা ছেলেকে উদ্ধারের কারণে নয়। এবার তাঁর ১৯ বছরের ছেলে নিজামউদ্দিন আমান আটকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত উত্তর পূর্ব ইউক্রেনের সুমিতে। তার ছেলে ইউক্রেনে আটকে থাকা অসংখ্য ভারতীয়দের একজন। তবে এবারে ছেলেকে উদ্ধারের জন্য নিজেই রওনা হতে পারছেন না তিনি। তাই ছেলেকে উদ্ধার করে নিয়ে আনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও, স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলী এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করে চিঠি লিখেছেন তিনি।
“সিয়াসাত ডট কম”- এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজিয়া বেগম জানিয়েছেন, তাঁর ছেলে নিজামউদ্দিন সহ সুমিতে প্রায় পাঁচশ পড়ুয়া আটকে রয়েছেন। রাজিয়া বেগম “দ্য হিন্দু” পত্রিকাকে আরো জানিয়েছেন,” তারা সেখান থেকে বেরোতে পারছেনা কারণ বাইরে যাওয়া নিরাপদ নয়। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার ছেলেকে এবং সেখানে আটকে থাকা অন্যান্য ভারতীয় ছাত্রদের উদ্ধার করার জন্য আবেদন করছি।”