টিডিএন বাংলা ডেস্ক : ‘জোরজার মূলুক তার’ এই কথারই প্রতিচ্ছবি দেখা গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। সরকারি সম্পত্তি বনের মধ্যে বেআইনি ভাবে মাইনিং, খনিজ সামগ্রী, বালি-পাথর তুলে পাচার, অবৈধ ভাবে গাছগাছালি কাটা প্রভৃতি কর্মকান্ডে বাঁধা দেওয়ায় মধ্যপ্রদেশে উল্টে বনকর্মীদেরই ধরে বেধরক মারধোর ও পরে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি বিধায়কের ছেলেদের বিরুদ্ধে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। খোঁজ খবর নেওয়ার পর জানা যায় এটি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের। ভিডিও টিতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক নিগ্রহ করছেন বন বিভাগের কর্মকর্তাদের। জানা গিয়েছে, ওই যুবকরা মধ্যপ্রদেশের গেরুয়া শিবিরের বিধায়কদের ছেলে। রাজ্যের বিজয়পুরের বিজেপি বিধায়ক সীতারাম আদিবাসীর ছেলেরা শেওপুরের বুধেরা ফরেস্ট রেঞ্জের পিপার্নি ফরেস্ট পোস্টে নিযুক্ত বনকর্মীদের মারধর করছেন। এই ভাবে সরাসরি বন বিভাগের কর্মকর্তাদেরই কীভাবে গায়ে হাত তোলার সাহস পায় এই ছেলেরা সেই প্রশ্নও উঠছে।।
এই ঘটনার পর নিগৃহীত ঋষভ শর্মা ও রামরাজ নামের বনকর্মীরা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিজেপি বিধায়কের ছেলে ধনরাজ আদিবাসী সম্প্রতি বন দপ্তরে এসে বনকর্মীদের তাঁদের অবৈধ কাজকারবারে বাধা দেওয়ায় ধমকধামক, শাসানি দেন। অভিযোগ সেই সময় তারা ঋষভকে চড়-থাপ্পড় মারেন। রামরাজ জানিয়েছেন, তাঁদের কাজে বাধা দেওয়া হলে এরপর জানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। অভিযুক্তদের নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ঘটনার খবর জানা জানি হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজ্য তথা দেশ জুড়ে। রাজ্যের বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছেন।