Highlightদেশ

দিল্লি এবং গুরগাওঁতে টুইটারের দপ্তরে হানা দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার সন্ধ্যেবেলা রাজধানী দিল্লি এবং গুরগাওঁতে টুইটারের দপ্তরে হানা দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের টুইটকে “কারচুপি (ম্যানিপুলেটেড) মিডিয়া” হিসাবে চিহ্নিত করার পরে পুলিশ টুইটার ভারতকে একটি চিঠি পাঠানোর একদিন পরেই এই অভিযান চালানো হয়।

জানা গেছে, সম্বিত পাত্রের এই টুইটটি একটি পরিকল্পিত টুলকিট সম্পর্কে ছিল এবং বিজেপির অন্যান্য নেতারাও ঐ টুইটটিকে পোস্ট করেছিলেন। কংগ্রেসের তরফ থেকে সরকারের মহামারী পরিস্থিতি সামলানোর পদ্ধতি নিয়ে সমালোচনা মূলক টুলকিট তৈরি করার জন্য কংগ্রেসকে দুষতেই মূলত ওই টুইটটি করেছিলেন সম্বিত পাত্রা এবং বিজেপির অন্যান্য নেতারা। এর জবাবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান রোহান গুপ্ত টুইটারকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে বলা হয়, “ভুয়ো” টুলকিটের জন্য ভুলভাবে কংগ্রেসকে দায়ী করা হচ্ছে।

দিল্লির স্পেশাল সেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলা সম্পর্কে টুইটারকে একটি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে জানতে চাওয়া হয় যে, টুইটারের কাছে টুলকিট সম্পর্কে কী তথ্য রয়েছে এবং তারা কেন ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেবেল দেওয়ার পদক্ষেপ নেয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তাঁদের টিম আজ দিল্লির মেহরুলীতে টুইটারের অফিস এবং গুড়গাঁওতে গল্ফ কোর্স রোডে তাদের অফিসে অভিযান চালায়।

Related Articles

Back to top button
error: