দেশ

কেন্দ্রের সঙ্গে আলোচনা মিটলেই ভারতে খুব শীঘ্রই মিলবে ফাইজার ভ্যাকসিন

টিডিএন বাংলা ডেস্ক : ভারতে খুব শীঘ্রই মিলবে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন । ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই করোনা ভ্যাকসিন দেশে সরবরাহের বিষয়ে আশাবাদী, সোমবার মার্কিন ফার্মাসিউটিক্যাল সংস্থা ফাইজার এমনটাই জানিয়েছে। সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “ভারত সরকারের সঙ্গে ফাইজারের আলোচনা চলছে এবং আমরা দেশে ভ্যাকসিন সরবরাহের জন্য ফাইজার-বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিনটি আনার আশাবাদী।”

সংস্থা আরও জানায়, তারা একমাত্র কেন্দ্র সরকারকেই ভ্যাকসিন সরবরাহ করবে। ফাইজার স্পষ্ট করে বলেছে যে, এই ভ্যাকসিনটি অন্য দেশগুলিতে স্থাপনের জন্য তারা সরাসরি কেন্দ্রীয় সরকার এবং সুপ্রা-জাতীয় সংস্থাগুলিকে ভ্যাকসিনের ডোজ সরবরাহ করবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, ভ্যাকসিন নির্মাতারা ফাইজার এবং মোডার্নার সঙ্গে অনুমোদন ও সংগ্রহ দুটি বিষয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংস্থার জবাবের ভিত্তিতে, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের ডোজ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: