রাজ্য

বিধানসভা ভোট নিয়ে জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক, মুর্শিদাবাদে ২২-০ করার আহ্বান মমতার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ২২-০ করার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গের সঙ্গে বৈঠক করলেন তিনি। যারা এই দিনের বৈঠকে হাজির হতে পারেননি তাদের সঙ্গে ভার্চুয়াল কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে রণকৌশল বেঁধে দেন তিনি। পাঁচজনের স্টিয়ারিং কমিটি গঠন করা হয় এদিনের বৈঠক থেকে। ওই কমিটিতে রয়েছেন মন্ত্রী জাকির হোসেন, সাংসদ আবুতাহের খান , মহঃ সোহরাব, বিধায়ক সুব্রত সাহা ও সাংসদ খলিলুর রহমান। তৃণমূল সূত্রের খবর, জেলা তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে এ দিন দলনেত্রী বলেন, এখন থেকেই বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকলকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি মুর্শিদাবাদে ৩ নম্বরে যাবে। দলের জেলার বিধায়কের উদ্দেশ্যে মমতা বলেন, এখন থেকে নিজ নিজ এলাকায় মাটি কামড়ে পড়ে থাকতে হবে। বিজেপি উস্কানি ছড়ানোর চেষ্টা করবে, প্ররোচনায় পা দেওয়া চলবে না।

Related Articles

Back to top button
error: