রাজ্যে ৩ রুটে ১২ অক্টোবর থেকে স্পেশাল ট্রেন
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ১২ অক্টোবর থেকে তিনটি রুটে চালু হবে ট্রেন পরিষেবা। শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে তিনটে রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের ১৩টি রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। এই মর্মে রেলওয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছিল পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার। সেখানে উল্লেখ ছিল, পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদা ও মালদা থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার। কিন্তু, আপাতত রাজ্যের তিনটি মাত্র রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর অনুমতি পেয়েছে পূর্ব রেল। শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস । মার্চের তৃতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে কোভিড লকডাউন জারি হওয়ায় কারণে রেল পরিষেবা বন্ধ রয়েছে। ধীরে ধীরে আনলকের নানা পর্যায় পেরিয়ে এলেও সংক্রমণ বাড়ার আশঙ্কায় ট্রেন পরিষেবা পুরোদমে চালু করার ঝুঁকি কেন্দ্র নেয়নি। শুধুমাত্র বিশেষ কিছু দূরপাল্লার ট্রেন চলার অনুমতি দেওয়া হয়েছে।
দীর্ঘ দিন ধরে রেল পরিষেবা এ ভাবে বন্ধ হয়ে থাকায়, মানুষের ভোগান্তিও বাড়ছে। যাত্রীদের চাহিদা তাতে পূরণ হচ্ছে না। সেইসঙ্গে দীর্ঘ দিন ধরে ট্রেন না চলায়, রেলকেও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় বিশেষ কতকগুলি রুটে ট্রেন চালানোর কথা ভাবে পূর্ব রেল। তাই লাভজনক ১৩ রুট বাছাই করে, ট্রেন চালাতে চেয়েছিল পূর্ব রেল। উল্লিখিত রুটগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস।