HighlightNewsদেশ

“বর্ষবরণের রাতটা নিজের বিছানায় শুয়েই কাটান”; সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল মুম্বাই পুলিশের অভিনব বার্তা

টিডিএন বাংলা ডেস্ক: রাস্তায়, হোটেলে বা রেস্তোরাঁয় গিয়ে বর্ষবরণ উদযাপন করার বদলে করোনার চোখরাঙানির মধ্যে এ বছরের বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে কাটানোর অভিনব বার্তা দিয়েছে মুম্বাই পুলিশ। একটি টুইট করে এমনই অভিনব বার্তা দিয়েছে মুম্বাই পুলিশ। টুইটটি প্রকাশ্যে আসার সাথে সাথেই মন ছুঁয়েছে টুইটারেতিদের।

প্রসঙ্গত, আমরা ২০২০ থেকে ২০২১ সালে যাত্রা করলেও আমাদের পিছু ছাড়েনি করোনার চোখরাঙানি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার নতুন স্ট্রেনে ইতিমধ্যেই এদেশে আক্রান্ত হয়েছেন ২৫ জন। মিউট্যান্ট করা শুরু হয়েছে করোনা ভাইরাস। একদিকে যখন ব্রিটেনে নতুন করে লকডাউন জারি করা হয়েছে তেমনি ভারতেরও বেশকিছু রাজ্যে লকডাউন এর সময়সীমা বৃদ্ধির পাশাপাশি জারি করা হয়েছে নাইট কারফিউ। মুম্বইতে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে সকাল ৬টা অব্দি নাইট কারফিউ জারি থাকবে।

এই পরিস্থিতিতে মুম্বই বাসীকে করোনাকালে ফের একবার সুরক্ষার কথা মনে করিয়ে দিয়ে অভিনব ভঙ্গিতে টুইট করে ভাইরাল মুম্বাই পুলিশ।মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রেখে মুম্বাই পুলিশের তরফ থেকে একটি সুসজ্জিত বিছানার ছবি দিয়ে লেখা হয়েছে BYOB(BE IN YOUR OWN BEDROOM), অর্থাৎ বর্ষবরণের রাতটা নিজের বিছানায় শুয়েই কাটান।

https://twitter.com/MumbaiPolice/status/1344530432772112391?s=20

 

 

 

Related Articles

Back to top button
error: